চট্টগ্রাম বিশ্ববিলয়ের (চবি) শিক্ষকদের বহনকারী বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ ২ জন আরোহী আহত হয়েছেন। গতকাল বিকেলে চবির নিরাপত্তা দপ্তর সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
চবি শিক্ষকদের বহনকারী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় রিকশাটি। রিকশারচালক ও দুইজন যাত্রী নিচে পড়ে আহত হন।
আহতরা হলেন— রিকশাচালক ইমাম হোসেন ও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পারভেজ মোশাররফ ও জান্নাতুল ফেরদৌস। এরমধ্যে রিকশাচালক ইমাম হোসেনের হাত ভেঙে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া পারভেজ মোশাররফ ও জান্নাতুল ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, শহরগামী শিক্ষকদের এসি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়েছে। রিকশাটি এখন নিরাপত্তা দপ্তরের হেফাজতে আছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেলে কর্তব্যরত ডা. শান্তনু মহাজন বলেন, বিকেলের দিকে আমাদের এখানে আহত অবস্থায় ৩ জন এসেছিলেন। এরমধ্যে ২ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর রিকশাচালকের হাত ভেঙে যাওয়ায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।