চবিতে ‘প্রত্নতত্ত্ব ও জাদুঘরবিদ্যা’ বিভাগ চালুর প্রস্তাব


CU Correspondent | Published: 2024-11-25 20:47:43 BdST | Updated: 2024-12-04 03:58:28 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে ‘প্রত্নতত্ত্ব ও জাদুঘরবিদ্যা’ বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন জাতিতাত্ত্বিক জাদুঘরের পরিচালক ড. মো. আতাউর রহমান।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ভিসি দফতরের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সাক্ষাতে ড. আতাউর রহমান ভিসিকে তার লেখা তিনটি বই উপহার দেন। বইগুলো হলো: ‘প্রত্নতাত্ত্বিক অ্যালবাম: চট্টগ্রাম ও সিলেট বিভাগ’, ‘প্রত্নতত্ত্বে বাংলাদেশ’ এবং ‘একনজরে জাতিতাত্ত্বিক জাদুঘর’। তিনি ভিসিকে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণও জানান।

ড. আতাউর রহমান তার প্রস্তাবে উল্লেখ করেন, প্রত্নতত্ত্ব ও জাদুঘর একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও অতীত গৌরবকে সংরক্ষণ করে। বর্তমান সময়ে এই বিষয়ের যথেষ্ট চাহিদা ও সুযোগ-সুবিধা রয়েছে। দেশের পর্যটনশিল্পের বিকাশেও এর গুরুত্ব অপরিসীম। যদিও চট্টগ্রাম ঐতিহাসিক এবং বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন অঞ্চল, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো বিভাগ নেই, যা অত্যন্ত দুঃখজনক। তাই, চবিতে প্রত্নতত্ত্ব ও জাদুঘরবিদ্যা বিভাগের চালু করা এখন সময়ের দাবি।

ভিসি ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার ড. আতাউর রহমানের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা একটি দারুণ প্রস্তাব, তবে নতুন বিভাগ চালু করা সময়সাপেক্ষ ব্যাপার। তবুও, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, প্রাথমিকভাবে এটি একটি কোর্স হিসেবে পড়ানো যেতে পারে।’ তিনি জাতিতাত্ত্বিক জাদুঘরের পরিচালকের কাছে ‘প্রত্নতত্ত্ব, জাদুঘর ও পর্যটনশিল্প’ বিষয়ে একটি লিখিত রূপরেখা প্রদান করার অনুরোধ করেন।