ঢাবি লোক প্রশাসন সুপার কাপে চ্যাম্পিয়ন ৫১ ব্যাচ, রানারআপ ৪৯


DU Correspondent | Published: 2024-11-13 17:07:12 BdST | Updated: 2024-12-04 03:06:18 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সুপার কাপে (পিএএসসি) চ্যাম্পিয়ন হয়েছে বিভাগের ৫১তম ব্যাচ এবং রানারআপ হয়েছে ৪৯তম ব্যাচ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঢাবির জগন্নাথ হল মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ৪৯ ব্যাচকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ৫১ ব্যাচ।

বুধবার বেলা ৩টায় লোক প্রশাসন বিভাগে এক জমকালো অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক ও হা-মীম গ্রুপের কর্মকর্তাদের উপস্থিতিতে টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

হা-মীম গ্রুপের সার্বিক সহায়তায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সুপারকাপের আয়োজক ছিল ৫১তম ব্যাচ।

তিন দিনব্যাপী ৬ ব্যাচের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ৫১ ব্যাচের অধিনায়ক শরিফ হাসান বন্ধন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ৫১ ব্যাচের আকিব হোসেন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইফতি, টুর্নামেন্টে কোনো গোল হজম না করায় সেরা গোলরক্ষক এইচ এম খালিদ হাসান, সেরা ডিফেন্ডার নূর আমিন, বেস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হন ৫৩ ব্যাচের সৌরভ এবং ৫৪ ব্যাচের আরমান, বেস্ট ম্যানেজার ৪৯ ব্যাচের আশরাফ এবং ৫১ ব্যাচের মাহিয়া বিনতে মাহমুদ।

ফাইনাল ম্যাচকে ঘিরে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আমেজ ও উত্তেজনা। খেলার ১৫ মিনিটে কর্নার থেকে আসা বলে অধিনায়ক বন্ধনের দুর্দান্ত হেডে এগিয়ে যায় ৫১ ব্যাচ। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৫১ ব্যাচের খেলোয়াড়রা। পরে ইফতির জোড়া গোল এবং সুমনের এক গোলে ৪-০ গোলের বড় জয়ের মাধ্যমে টুর্নামেন্টে অপরাজিত ও কোনো গোল হজম না করেই চ্যাম্পিয়ন হয় ৫১ ব্যাচ।

গত ১০ নভেম্বর সকালে জগন্নাথ হল মাঠে ৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। লোক প্রশাসন বিভাগের ৪৯-৫৪ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার (এডমিন) মেজব (অব.) মো. সালাউদ্দিন ভুঁইয়া বলেন, আমরা এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন ও সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষক জালাল আহমেদ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সুপার কাপ আয়োজনের সঙ্গে সংযুক্ত ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজনীন ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকাটা গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নিজের মেধা বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে লোক প্রশাসন বিভাগ সবসময়ই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে যাচ্ছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ, হা-মীম গ্রুপের জিএম (এইচআর) ইমরান আহমেদসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।