এসএসসিতে ঢাকা বোর্ডে পাস ৮৩.৯২ শতাংশ, জিপিএ-৫ ৪৯ হাজার


Desk report | Published: 2024-05-12 11:36:57 BdST | Updated: 2024-06-26 16:52:43 BdST

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন।

এর আগে সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানা যাবে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল, ৪ লাখ ৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৩৭৯ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৫৬ হাজার ৩১৮ এবং মেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ জন। ফেল করেছে ৬৫ হাজার ৫৮২ জন।