ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'র সহপ্রযোজক এ আর রাহমান


Dhaka | Published: 2020-06-12 02:56:35 BdST | Updated: 2024-05-08 02:25:23 BdST

খবরটা মার্চ থেকেই শোনা যাচ্ছিল, মোস্তফা সরয়ার ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান' ছবিতে সংগীতের কাজ করবেন উপমহাদেশের সংগীতে উজ্জ্বল নাম, অস্কারজয়ী এ আর রাহমান। ফারুকী স্বীকার করেন, আবার করেন না। অবশেষে গতকাল বুধবার রাতে তিনি জানালেন, হ্যাঁ, তাঁর ছবিতে কাজ করছেন এ আর রাহমান। শুধু সংগীতে নয়, ফারুকীর এই ছবিতে সহপ্রযোজকও তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান' ছবিতে এ আর রাহমানের যুক্ততা ভিন্ন এক মাত্রা যোগ করেছে। এরই মধ্যে পশ্চিমা সংবাদমাধ্যম ভ্যারাইটির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রাহমান নিজেও। ছবিটি নিয়ে বলেন, সময় নতুন পৃথিবী আর ভাবনার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন সংকট থাকে, নতুন গল্পও বলে। এটি তেমনই এক গল্প।

বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রে সহপ্রযোজক ও সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বলে ভ্যারাইটি ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান এ আর রাহমান।

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সে কারণে সিনেমাটি নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়। ছবিটিতে অভিনয় করছেন তাহসান, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে এ আর রাহমানের সম্পৃক্ততা নিয়ে এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, 'তাঁর মতো একজন শিল্পীকে পেয়ে আমরা সম্মানিতবোধ করছি। শুধু সংগীত পরিচালক হিসেবেই নয়, সহপ্রযোজক হিসেবে তিনি এ চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন।'

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনি, ভারতের মুম্বাই ও লক্ষ্ণৌতে এই ছবির দৃশ্যধারণের কাজ করা হয়েছে। এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।

এ আর রাহমান ছাড়া ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।