এশিয়ার প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৮টি


India | Published: 2020-06-04 20:05:57 BdST | Updated: 2024-05-21 23:53:22 BdST

উত্‍‌কর্ষের নিরিখে এশিয়ার প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের আটটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই আটটির মধ্যে ছ'টি আবার আইআইটি। টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education) 'এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০' নামে যে তালিকাটি প্রকাশ করেছে, তাতে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে ভালো র‌্যাংকিং বেঙ্গালুরুর 'দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স'।

এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে বেঙ্গালুরুর এই বিজ্ঞান প্রতিষ্ঠানটি। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছে আইআইটি-রোপড় (৪৭)। আইআইটি-খড়গপুরের র‌্যাংকিং ৫৯। আইআইটি-দিল্লি রয়েছে ৬৭ নম্বরে। আইআইটি-বোম্বের র‌্যাংকিং ৬৯। আইআইটি ইন্দৌর ও আইআইটি রুরকি রয়েছে যথাক্রমে ৫৫ ও ৮৩ নম্বরে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বাগ্রে থাকলেও ২০১৯ সালের র‌্যাংকিংয়ের তুলনায় ৭ ধাপ নীচে নেমে এসেছে। অন্য দিকে, আইআইটি খড়গপুর গত বছরের তুলনায় ১৭ ধাপ ওপরে উঠেছে। আইআইটি দিল্লি আবার ২৪ ধাপ সামনে এগিয়েছে। অন্য দিকে, আইআইটি রোপড় ঢুকে পড়েছে সেরা ৫০-এ।

প্রথম ১০০-র মধ্যে ভারতের অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (৯২)।

২০২০-র র‌্যাংকিংয়ে ভারতের ৫৬টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে। সেখানে জাপানের সর্বোচ্চ ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে। চিন থেকে ৮১টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে। এশিয়া সেরার তালিকায় এক নম্বর নামটি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের।

শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি-সহ পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এই র‌্যাংকিং করা হয়। এই নিয়ে অষ্টমবার এই র‌্যাংকিং প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন। বুধবারই এই তালিকাটি প্রকাশিত হয়েছে। এশিয়ার ৩০টি দেশে ও অঞ্চলের ৪৮৯ শিক্ষা প্রতিষ্ঠান এ বার প্রতিনিধিত্ব করেছিল। তার মধ্যে ভারতেরই ৫৬টি।