বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা মালালা: গ্রাজুয়েটদের না


Dhaka | Published: 2020-07-06 18:25:05 BdST | Updated: 2024-05-22 03:29:49 BdST

পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে দাওয়াত পেয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই কিন্তু মালালাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তার উপস্থিতি মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটরা।

চলতি বছরের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেসের (এলইউএমএস) সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে নোবেলজয়ী মালালা ইউসুফজাই এর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী ‘রাষ্ট্রদোহী’ আখ্যা দিয়ে তাকে সমাবর্তনে না আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে।

সমাবর্তনের প্রধান বক্তা হিসাবে তাকে রাখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লেখেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের খবরে বলা হয়েছে, এলএমএসের স্নাতক ব্যাচের সদস্যরা চাইছেন গায়ক বিলাল খানকে ইউসুফজাইয়ের পরিবর্তে মূল বক্তা হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে দেখতে। এলইউএমএসের একজন সহযোগী অধ্যাপক টুইট করেছেন যে শিক্ষার্থীরা বলেছে যে, “সেনা পরিবার থেকে এসেছে এবং মালালা রাষ্ট্রদোহী”।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে উপাচার্যকে লিখিত অভিযোগে শিক্ষার্থীদের একটি অংশ ছিল। সবাই এ অভিযোগ জানায়নি।

২২ বছর বয়সী মালালা ইউসুফজাই গত মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।