ইউনাইটেড ইউনিভার্সিটিতে চাকরি মেলা


Desk report | Published: 2022-03-11 21:34:11 BdST | Updated: 2024-10-14 05:00:45 BdST

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ২৩ ও ২৪ মার্চ দুই দিনব্যাপী চাকরি মেলা হবে। ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ শিরোনামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং সিকেএইচ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ মেলায় দেশ সেরা প্রায় ২০০ নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেবে। ইউআইইউ’র স্নাতকধারীরা ছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে এই জব ফেস্টিভ্যাল। এবার এই আয়োজনে প্রায় ৫০ হাজারের মতো জব প্রত্যাশীরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এবারে জব ফেস্টিভ্যালে নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউ এবং সিভি কালেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করবে। এ ছাড়া, কয়েকটি প্রতিষ্ঠান পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে। জব ফেস্টিভ্যালে নিয়োগের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন, প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। করোনা মহামারির দীর্ঘ বিরতির পর এই জব ফেস্টিভ্যাল জব প্রত্যাশীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জব প্রত্যাশীরা দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন। এ ফেস্টিভ্যাল একাডেমিক ও ইন্ডাস্ট্রিজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।