বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ আর যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন এসব পদে।
পদের নাম ও পদসংখ্যা
সাইকোলজিষ্ট(মহিলা)-০১ টি, অকুপেশনাল থেরাপিষ্ট (পুরুষ বা মহিলা)-০১ টি, স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিষ্ট (পুরুষ বা মহিলা)-০১ টি, শিক্ষক বা শিক্ষিকা (পুরুষ বা মহিলা)-১৪ টি, শ্রেণী সহকারী (পুরুষ বা মহিলা)-১৮ টি, গার্ড বা নিরাপত্তা কর্মী (পুরুষ)-০৩ টি, ড্রাইভার (পুরুষ)-০২ টি, কুক (পুরুষ)-০১ টি, লিফটম্যান (পুরুষ)-০১ টি, পরিচ্ছন্ন কর্মী (পুরুষ বা মহিলা)-০৩ টি।
আবেদনের নিয়ম
শ্রেণী সহকারী, গার্ড বা নিরাপত্তা কর্মী, ড্রাইভার, কুক, লিফটম্যান, পরিচ্ছন্ন কর্মী ও অফিস সহকারী পদের জন্য ২০০ টাকা মূল্যের এবং বাকী পদসমূহের জন্য ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট্ বা পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তরিত জানতে প্রতিষ্ঠানটির ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর ও শিক্ষাগত যোগ্যতার বিবরণসহ জাতীয় ও চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোল পাসপোর্ট আকারের ২ কপি সত্যায়িত ছবিসহ সহ নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনর শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টিআই/ ০১ ডিসেম্বর ২০১৭