আমাজনে চাকরি পেলেন জাবিছাত্র ফারুক


Desk report | Published: 2021-12-26 03:57:47 BdST | Updated: 2024-12-15 01:50:49 BdST

আমাজনে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শিক্ষার্থী ফারুক হোসেন। ই–মেইলের মাধ্যমে ফারুককে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ। ফারুক হোসেন কানাডার ভ্যাঙ্কুভার অফিসে আমাজনের ওয়েব সার্ভিস টিমে কাজ করবেন। আগামী বছরের নভেম্বরে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে ফারুক হোসেনের।

ফারুক হোসেন জাবির ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। চাকরির পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে ফারুক হাসান বলেন, ‘প্রথমে একটা অনলাইন মূল্যায়ন হয়। যেখানে আমাকে ৩টি প্রব্লেম সমাধানের জন্য ৯০ মিনিট সময় দেওয়া হয়। আমার সব মিলে ৩৫ মিনিট সময় লাগে।’

ফারুক হোসেন বলেন, ‘গুগল–আমাজনের মতো এমন প্রতিষ্ঠানে আমি ১৪ বার ব্যর্থ হয়ে ১৫তম বার সফল হয়েছি। এত দিনে স্বপ্নপূরণ হলো এটা চিন্তা করতেই ভালো লাগছে। এমন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। ফেসবুক, আমাজন, গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি আসলে যে পায়, সে ই বুঝে।’