প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধিতে যবিপ্রবিতে প্রোগ্রামিং ও গেইমিং প্রতিযোগিতা


যবিপ্রবি প্রতিনিধি | Published: 2018-07-21 02:25:53 BdST | Updated: 2024-05-05 10:06:21 BdST

ছাত্র-ছাত্রীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অতিরিক্ত শিক্ষা কার্যক্রম তুলে ধরতে এবং প্রোগ্রামিং ও গেইমিংয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ‘সি এস ই ক্লাব’।

গত ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ৪৪০ নম্বর রুমে প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই ক্লাবের মোডারেটর এক্সিকিউটিভ সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, প্রভাষক ও মোডারেটর ফাইনান্স মনিশঙ্কর হালদার এবং প্রভাষক মোহাম্মাদ নওশীন আমিন শেখ।

প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষোক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ আলম হোসেন।

প্রোগ্রামিং প্রতিযোগিতা পরিচালনা করেন উক্ত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র বাধন সেন এবং মোঃ নাজমুস সাকিব। আর গেইমিং প্রতিযোগিতার পরিচালনা করেন উক্ত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শুভাশিস নিলয়, মোঃ জসীম উদ্দিন এবং তৃতীয় বর্ষের ছাত্র সমিক চৌধুরী নন্দন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টা প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারপর ‘নীড ফর স্পীড: মোষ্ট ওয়ান্টেড (সংস্করণ- ২০১৪)’ গেইমের উপর ১ ঘণ্টা ব্যাপি প্রতিযোগিতা হয়। উক্ত গেইমিং প্রতিযোগিতায় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওয়াহিদ হাসান তমাল প্রথম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মনি শঙ্কর হালদার দ্বিতীয় এবং কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর রাফি তৃতীয় স্থান অর্জন করেন।

উল্লেখ্য আগামী ২৬ জুলাই সি এস ই বিভাগের র‍্যাগ ডে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গেইমিং প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হবে এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।

টিআই/ ২০ জুলাই ২০১৮