
করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের গত দুই দিনে বিধিনিষেধ না মানায় ৪০৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত চার শ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের বাইরে ৪ শতাধিক অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
যাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, প্রথম দিনে গত বৃহস্পতিবার ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ২২১ জনের বিরুদ্ধে এবং জরিমানা করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
খন্দকার আল মঈন আরও বলেন, রাস্তায় লোকজন কম থাকলেও পাড়া-মহল্লায় জনসমাগম কমছে না। এসব এলাকায় লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। প্রয়োজনে এসব স্থানেও র্যাব বিশেষ অভিযান পরিচালনা করবে।