রাবি শিক্ষককে মারধরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা


রাবি টাইমস | Published: 2018-02-21 04:49:19 BdST | Updated: 2024-05-10 23:17:49 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরকে মারধরের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক কুদরত ই খুদা এই হত্যাচেষ্টা মামলাটি আমলে নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি রাজশাহী জজকোর্টের অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান।

মামলার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট তৌহিদ আল হাসান বাবলা বলেন, শ্রদ্ধেয় শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাদি হয়ে দণ্ডবিধির ৩৪২/৩২৫/৩২৬/৩০৭/১১৪৩৪ ধারায় ৮ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেছি। মহামান্য আদালত মামলাটি গ্রহণ করেছেন।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন, ইন্টার্ন ডাক্তার মেরি প্রিয়াঙ্কা, মির্জা কামাল হোসাইন ও লুৎফর রহমান। এরা সবাই কলেজের ৫৩তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া অপর আসামিরা হলেন- ইন্টার্ন চিকিৎসক রহমান আতিক, হিমেল শাহা (হিমু), চিন্ময় মৈত্র, হাবিবুর রহমান কাজল জাহিদ কামাল কাজল প্রমুখ।

এদিকে, অপরাধীদের শাস্তি দাবিতে বেলা ২টার দিকে রাজশাহী জজকোর্টের সামনে আইনজীবীদের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে বলে জানান মামলার বাদি।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে সাথে নিয়ে চিকিৎসা গ্রহণের জন্য গেলে এক ইন্টার্ন চিকিৎসকের সাথে ধাক্কা লাগার একপর্যায়ে মারধরের শিকার হন অধ্যাপক এনামুল জহির। পরে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এসজে/ ২০ ফেব্রুয়ারি ২০১৮