'হেরে যাওয়ার জন্য জীবন নয় ঘুরে দাড়ানোই জীবন'

বইমেলায় শরীফ ওবায়েদুল্লাহ'র ‘জীবন এক্সপ্রেস’


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-16 03:09:44 BdST | Updated: 2024-05-21 02:01:53 BdST

বয়সে তরুণ লেখক শরীফ ওবায়েদুল্লাহ। ফেসবুকে নানা ধরনের অনুপ্রেরণামূলক স্ট্যাটাস, ছবি ও বিভিন্নভাবে মানবাধিকার সংগঠন এর সাথে যুক্ত এবং বাজারে তার নিজের প্রকাশনী 'কথন প্রকাশনী' থেকে তার বিভিন্ন বই প্রকাশ হওয়ার কারণে এরইমধ্যেই তিনি তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

এবারের বইমেলায় তার লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম 'জীবন এক্সপ্রেস'। বর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলার ২৫৬ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

এ বই গল্পের নয় কিংবা দর্শনেরও নয়। সাংঘর্ষিক অনুভূতির সংকলন বলা যেতে পারে। হেরে যাওয়ার জন্য জীবন নয়ঘুরে দাড়ানোই জীবন। কেউ অনুভূতি লুকিয়ে রাখে, কেউ চুপচাপ ব্যক্তিগত ডায়রিতে লিখে রাখে, কেউবা ইন্টারনেটে প্রকাশ করে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায়। বইয়ের কোথাও কোনো ধারাবাহিকতা নেই, নেই কোনো পক্ষপাত।

লেখক জানান, একজন মানুষের দৈনন্দিন সংগ্রাম এবং সফলতার বিভিন্ন পদ্ধতি আবার কখনো ক্রিকেটে জিতার আনন্দ আর ফুটবলের হেরে যাওয়া নিয়ে আক্ষেপ করা হয়েছে। সাধারণত মানুষ নিজেকে গুটিয়ে রাখতে চায়,গুটিয়ে নয় চুটিয়ে রাখার নামই জীবন এইসবই আলোচনা করা হয়েছে।