বইমেলার সময় বাড়লো দুই দিন


টাইমস অনলাইনঃ | Published: 2019-03-01 10:05:48 BdST | Updated: 2024-05-21 01:09:09 BdST

লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর সময় দুই দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এই মেলা শেষ হওয়ার কথা থাকলেও মেলা চলবে শনিবার (২ মার্চ) পর্যন্ত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পরে বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জীর (জনসংযোগ) সই করা এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত এই দুই দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বইমেলা শুরুর পর দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন, বইমেলার সময়েই শুরুর ৯ দিন বাণিজ্যমেলা চলা, বৈরী আবহাওয়া এবং মেলার শেষভাগে এসে সিটি করপোরেশন নির্বাচন ঘিরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় মেলার মেয়াদ বাড়ানোর দাবি ছিল প্রকাশক-পাঠকদের পক্ষ থেকে। তবে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি এ দাবি নাকচ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকাশক-পাঠকদের দাবির প্রতি সম্মান রেখে দুই দিন বাড়ানো হলো মেলার মেয়াদ।