বইমেলা ২০১৯ঃ প্রায় ৮০ কোটি টাকার বই বিক্রি


টাইমস অনলাইনঃ | Published: 2019-03-03 11:29:22 BdST | Updated: 2024-05-21 03:39:28 BdST

‘শেষ ভালো যার, সব ভালো তার’-এই প্রবাদই যেন এবারের অমর একুশে গ্রন্থমেলার ক্ষেত্রে সবচেয়ে যৌক্তিক। কেননা এবার বৃষ্টি বেশ ক্ষতি করেছিলো প্রকাশকদের। দাবি ছিলো মেলার সময় বাড়ানোরও। তাই ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দু’দিন বাড়িয়ে দেওয়া হয় গ্রন্থমেলা। এই বাড়তি ২ দিন ক্ষতি ভুলিয়ে মেলায় নিয়ে আসে প্রাণের জোয়ার।

শনিবার (২ মার্চ) শেষ দিন সকাল ১১টা থেকে শুরু হয় মেলা। শুরুতে তেমন ভিড় না দেখা গেলেও বিকেলের পর থেকে বাকি সময় ছিলো বইপ্রেমীদের। বর্ধিত দুই দিনের মেলার আনন্দকে সঙ্গী করে শুরু হলো আরও ১১ মাসের অপেক্ষা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ফের শুরু হবে এ বইয়ের মেলা।

এবারের মেলা ২৮তম দিনে ছিলো সমাপনী আয়োজন। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, গতবারের তুলনায় এবার ১০ শতাংশের বেশি টাকার বই বিক্রি হয়েছে। মেলায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ২৮ ফেব্রুয়ারির সম্ভাব্য বিক্রি যুক্ত করে এ হিসাব পাওয়া গেছে।

তিনি জানান, এবার ৭৯ কোটি ৭০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ২ কোটি ১৫ লাখ টাকার বই। প্রকাশকরা বিক্রি করেছে ৭৭ কোটি ৫৫ লাখ টাকার বই। গতবার বাংলা একাডেমি বিক্রি করেছিল ১ কোটি ৬৫ লাখ টাকার বই। গতবারের তুলনায় বাংলা একাডেমি ৫০ লাখ টাকার বই বেশি বিক্রি করেছে। অন্যদিকে, গতবারের তুলনায় এবারের মেলায় প্রকাশকরা ৭ কোটি ৫ লাখ টাকার বই বেশি বিক্রি করেছে।