আলোচনায় লেনিনের ‘আমিতো ভাবতেই পারিনি’


Dhaka | Published: 2020-05-11 22:17:14 BdST | Updated: 2024-05-04 15:36:07 BdST

বিজ্ঞাপনে মডেল হয়ে যেমন প্রশংসা কুঁড়িয়েছেন ঠিক তেমনি অভিনয় করেও দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন খন্দকার লেনিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার অ্যাণ্ড পারফর্ম্যান্স স্টাডিজ’ বিভাগের সাবেক এই শিক্ষার্থীর লেখালেখির প্রতিও আছে প্রবল ঝোক। যে কারণে পেশায় বাংলাদেশ পুলিশ’-এ কর্মরত হলেও অবসরে লেখালেখিতেও মগ্ন থাকেন। শুধু খাবার দিয়ে করোনার এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে হবে এমনটি নয়।

বিবেক’কে দারুণভাবে জাগ্রত করার মতো কবিতাও অনেক বড় শক্তি হিসেবে অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলেও মনে করেন খন্দকার লেনিন। তাই কিছুদিন আগেই এই লকডাউনের সময়কালে লেনিন করোনা বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লিখে ফেলেন ‘আমিতো ভাবতেই পারিনি’ শিরোনামের একটি কবিতা। যে কবিতাটি আবৃত্তি করেন দীপক সুমন। বিশ^জিৎ দত্তের ভিডিও নির্দেশনায় আবৃত্তিটির ভিডিওতে খন্দকার লেনিন নিজেই অংশ নিয়েছেন।

গেলো ৫ মে বুধবার রাত আটটায় ‘জাজ মাল্টিমিডিয়া’র ভেরিফাইড পেজে লেনিনের লেখা কবিতাটি প্রকাশিত হলে শুরুর মুহুর্ত থেকেই বেশ সাড়া ফেলে। মাত্র তিন’দিনেই কবিতাটি উপভোগ করেছেন সাড়ে তিনলাখেরও বেশি ভিউয়ার্স। প্রতিনিয়তই কবিতাটি শেয়ারও করছেন। একটি কবিতা মানুষের মধ্যে এতো সাড়া ফেলতে পারেন তা লেনিন নিজেও ভাবতে পারেননি।

বাংলাদেশ পুলিশে অ্যাডিসনাল এসপি হিসেবে কর্মরত খন্দকার লেনিন বলেন,‘ মানুষের মধ্যে বিভিন্ন সমস্যায় কবি, সাহিত্যিকরা বোধ তৈরীতে অগ্রনী ভূমিকা রেখে আসছে সবসময়ই। কারণ কবি, সাহিত্যিকদের লেখনী সবসময়ই মানুষের মধ্যে শক্তি সঞ্চার করে, সাহস সৃষ্টি করে। আমার লেখা কবিতাটি ঠিক তেমনি একটি কবিতা। সত্যি বলতে কী হঠাৎ করেই এমন একটি ভাবনা নিয়ে কবিতা লেখা আমার।

কবিতাটির পূর্ণাঙ্গ রূপ দিতে আমাকে সহযোগিতা করেছেন পুলিম ইন্সপেক্টর ফরিদ ও পাবনার ঈশ্বরদী’র জনতা ব্যাংকের ম্যানেজার মিলন। কবিতাটি প্রকাশের পর থেকে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি তাতে সত্যিই অনেক অনুপ্রাণিত হচ্ছি আমি। কবিতাটি চমৎকারভাবে আবৃত্তি করেছেন দীপক সুমন। ভিডিওটি নির্মিত হয়েছে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে। মানুষের মধ্যে বোধ তৈরী করতে পারছে, সচেতনতা সৃষ্টি করতে পারছে এটাই আমার ভীষণ ভালোলাগার। অবশ্যই ধন্যবাদ দিতে চাই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইকে। ধন্যবাদ আদনান আল রাজীব’কে টেকনিক্যাল বিষয়ে সহযোগিতা করার জন্য। ’

উল্লেখ্য ‘আরণ্যক অ্যাক্টিং স্কুল’র প্রথম ব্যাচের ছাত্র ছিলেন খন্দকার লেনিন। তারিক আনাম খানের নির্দেশনায় ‘ম্যাজিক টুথপাউডার’র বিজ্ঞাপনে মডেল হিসেবেও বেশ সাড়া ফেলেছিলেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিলো সেজান মাহমুদের ‘চোর’। সর্বশেষ চ্যানেল আইতে প্রচারিত রাসেল আজম পরিচালিত ‘কাশেম ডাকাত’র নাটকে অভিনয় করেও বেশ সাড়া ফেলেছিলেন লেনিন। রেদওয়ান রনি নির্দেশিত ‘জেগে ওঠার গল্প’ নাটকে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন।