পুরোনো বইয়েই আগ্রহ


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-07 22:02:36 BdST | Updated: 2024-05-21 01:09:35 BdST

যতই দিন গড়াচ্ছে ততই যেন প্রাণবন্ত হয়ে উঠছে অমর একুশে বইমেলা। প্রাণের খোরাক জোগাতে ভীড় করছেন বইপ্রেমীরা। বইয়ের পাতা উল্টে যেন খোরাক নেয়ার এক অদম্য চেষ্টা। আবালবৃদ্ধবণিতা সকলের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গন। সকলেই বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছেন বইয়ের প্রচ্ছদ, ভূমিকা আর ভিতরের বর্ণনা। হাত থেকে একটি বই রাখছেন পরমুহুর্তেই তুলে নিচ্ছেন আরেকটি বই।

এক স্টল দেখা শেষ হলেই ঢুঁ মারছেন আরেক স্টলে। রাজধানীর বাহিরের দর্শনার্থীরাও ভীড় জমাতে শুরু করেছেন মেলায়। গতকাল মেলার চতুর্থ দিনে মেলা প্রাঙ্গন ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। স্টলগুলোতে ক্রেতাদের ভীড়ও ছিল লক্ষ্য করার মতো। নিজেদের সন্তুষ্টি মতো বেচাকেনাও চলছে বলে জানান বিক্রেতারা। অবসর প্রকাশনীর বিক্রয়কর্মী বলেন, বিগত দিনগুলোর তুলনায় আজকে বেচাকেনা অনেক ভালো। যারা আসছেন তাদের অধিকাংশই ক্রেতা হিসেবেই আসছেন। গতদিনগুলোতে দর্শনার্থীই বেশি ছিল ক্রেতার থেকে।

তবে মেলায় আসা অধিকাংশ তরুণই ঝুকছেন তাদের পছন্দের লেখকের বইয়ের প্রতি। সেক্ষেত্রে তারা লেখকদের পুরোনো বইয়ের দিকেই আগ্রহ দেখাচ্ছেন। ঘুরে ঘুরে পরিচিত বইগুলো দিয়েই তাদের ভান্ডার পূরণ করার চেষ্টা চলছে যেন। এমনটা হবার কারণ জানতে চাইলে অনন্যা, অবসর, সময় ইত্যাদি পরিচিত স্টলগুলোর বিক্রয়কর্মীরা বলেন, এখনো মেলায় নতুন বই তেমন আসেনি তাই ক্রেতারা আগের বেস্ট সেলার বইগুলোর দিকেই ঝুকছেন। আর নতুন যে বইগুলো এসেছে তাও অধিকাংশ নতুন লেখকদের তাই এখনো সেই বইগুলো নিয়ে ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না। তবে এই অবস্থা বেশিদিন থাকবেনা বলেও জানান তারা। তাদের বর্ণনা মতে, কিছুদিন পর আরো নতুন বই আসলে সকলে নতুন বইয়ের প্রতি আগ্রহ দেখাবে এবং নতুন লেখদের বইগুলোর ভালো রিভিউ পেলে তা ক্রেতাদের মাঝে আগ্রহের ক্রেন্দবিন্দু হয়ে উঠে। প্রতিবারই মেলার মধ্যভাগে নতুন লেখকদের বই ভালো কাটতি ফেলে বলেও জানান তারা।

মেলায় আসা ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জয় জিপ্সি ও আব্দুর রাকিব বলেন, প্রতিবছরই মেলার অপেক্ষায় থাকি এই মেলার। আসলে এখানে নতুন বইয়ের গন্ধ আর পছন্দের লেখক ও বইয়ের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। গাজীপুর থেকে ঘুরতে আসা আরমান আহমেদ বলেন, মেলায় আসলে বইয়ের গন্ধ নিতেই আসা। প্রতিবছর একসাথে এতগুলো বই আর নতুন বইয়ের গন্ধ মনে অন্যরকম ভালোলাগা কাজ করায়। সেইসাথে নিজের সংগ্রহের ভান্ডারও আরো সমৃদ্ধ করা যায়। --- ইনিকিলাব

বিডিবিএস