ছয় দিনে নতুন বই এসেছে পাঁচ শতাধিক


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-07 22:11:51 BdST | Updated: 2024-05-21 00:50:59 BdST

অমর একুশে বইমেলায় ছয় দিনে পাঁচ শতাধিক নতুন বই প্রকাশ পেয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে কবিতা শীর্ষ অবস্থানে রয়েছে। এরপরই রয়েছে শিশুতোষ গ্রন্থ। এর পরের অবস্থানে রয়েছে উপন্যাস এবং ছোটগল্প। খবর বাসসের।

ষষ্ট দিনে মঙ্গলবার প্রকাশ পেয়েছে মাত্র ১৩৮টি নতুন বই। এ নিয়ে মেলায় ছয় দিনে ৫৩৬টি নতুন বই প্রকাশ পেল।

মেলায় ২ ফেব্রুয়ারি ৫৫টি, ৩ ফেব্রুয়ারি ১২০, ৪ ফেব্রুয়ারি ১১১ ও ৫ ফেব্রুয়ারি ১১৬টি নতুন বই প্রকাশ পেয়েছে।

বই প্রকাশের ব্যাপারে প্রকাশকরা জানান, মেলায় সবসময়ই প্রথম সপ্তাহেই চার ভাগের এক ভাগ বই আসে। এবার ছয় দিনের মাথায় পাঁচ শতাধিক এসেছে। প্রকাশনার এই গতি সন্তোষজনক।

বাংলা একাডেমির স্টল থেকে জানানো হয়, এ পর্যন্ত বাংলা একাডেমির স্টলে সর্বাধিক ৭৬টি নতুন বই এসেছে। প্যাভিলিয়ন দেয়া বড়মাপের প্রকাশনা সংস্থাগুলোর স্টলেও বিশ-পঁচিতশ ভাগ নতুন বই এসেছে। সোহরাওয়ার্দী উদ্যোনে সৃষ্টিশীল প্রকাশনা সংস্থার স্টলগুলোতেই বেশি নতুন বই বেশি এসেছে।

অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ছয় দিনে পাঁচ শতাধিক বই খুবই উল্লেখযোগ্য ব্যাপার। গতবারও পাঁচদিনে এতো বই মেলায় আসেনি। তিনি বলেন, বই আসছে প্রতিদিন। হয়তো অনেক বই তালিকায় আসছে না। আমার মনে হয় নতুন বই ৭০০ ছাড়িয়ে গেছে।

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, উল্লেখযোগ্যসংখ্যক নতুন বই এসেছে। এর মধ্যে অসংখ্য মূলবান গ্রন্থও প্রকাশ পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর ওপর আমাদের স্টলে নতুন পাঁচটি বই এসেছে। সব মিলে এ পর্যন্ত আমরা ৩৩টি নতুন বই প্রকাশ করেছি।

অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন জানান, তারা ১৮টি নতুন বই এনেছেন। হুমায়ুন আহমেদের পুরনো বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে তিনি জানান। তিনি মেলার ধূলা নিয়ে বিরক্ত প্রকাশ করেন। বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত রাস্তাগুলোতে বালি উড়ছে সারাক্ষণ। তাদের স্টলের বই প্রতিদিন ধূলায় একসার হয়ে যাচ্ছে।

পার্ল পাবলিশার্স গতকাল মেলায় ক্রিকেটার সাকিব আল হাসানের শিশুতোষ বই ‘হালুম’ প্রকাশ করেছে। দু’দিন ধরে এই বইটিও ভালো বিক্রি হচ্ছে বলে স্টল থেকে জানালেন বিক্রেতা আহমেদ হায়দার। তিনি জানান, দুইদিন ধরে পাঠকরা ভিড় করছে বইটি কেনার জন্য। বইটিতে সাকিব তার ছোটবেলার বেশকিছু ঘটনার স্মৃতিচারণ করেছেন।

বিডিবিএস