বইমেলায় শিশুপ্রহরে ক্ষুদে পাঠকের ঢল


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-10 23:55:27 BdST | Updated: 2024-05-21 04:07:52 BdST

অমর একুশে বইমেলার আজ দশম দিন। প্রথম ১০ দিনেই আজসহ চারবার ছিল শিশুপ্রহর। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা। এ সময়টা মেলায় শিশুদের জন্য ঘোষণা করা হয়ে থাকে শিশুপ্রহর।

শিশুপ্রহরে মেলায় ক্ষুদে পাঠকদের মিলনমেলায় পরিণত হয়। আজও ব্যতিক্রম নয়। মেলার উভয় অংশই শিশু-কিশোরদের পদচারণায় মুখর।

শিশুদের প্রহর 

সরেজমিনে দেখা যায়, ক্ষুদে পাঠকরা মেলার উভয় অংশই ঘুরে দেখছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাবা-মায়ের হাত ধরে স্টলে স্টলে ঘুরে ঘুরে দেখছে বই, কিনছে বই।

মিরপুর থেকে আসা দ্বিতীয় শ্রেণির ছাত্রী মালিহা তাবাসসুম বলে, আজ মেলায় প্রথম ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। একটি বই কিনেছি।

বইমেলায় শিশুরা 

বীরশ্রেষ্ঠ নুর মো. স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাতুল আহমেদ জানায়, তার কাছে রূপকথার গল্প ভালো লাগে। তাই সে রূপকথার বই কিনেছে।

ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে আসা পুরান ঢাকার বাসিন্দা আয়েশা আক্তার বলেন, প্রতিবারই মেলায় সন্তানদের জন্য একটা সময় বের করার চেষ্টা করি। আজ সুযোগ পেয়ে ওদের নিয়ে এসেছি।

বিডিবিএস