১৭তম দিনে মেলায় ২২১টি নতুন বই


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-18 05:02:17 BdST | Updated: 2024-05-21 01:09:30 BdST

অমর একুশে গ্রন্থমেলার দিন যত যাচ্ছে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়ছে। এখন যৌবন পার করছে গ্রন্থমেলা। দর্শনার্থীদের ভিড়ে বিকিকিনিও চলছে বেশ। খুশি প্রকাশকরাও।

শনিবার মেলায় ঘুরে দেখা যায়, মেলায় ব্যাপক দর্শনার্থী উপস্থিত হয়েছে। তারা ঘুরে ঘুরে দেখছে নতুন সব বই। পছন্দ হলেই কিনে নিচ্ছে। রাজধানীর পান্থপথ থেকে আসা আসমা আক্তার বলেন, মেলাকে অনেকটা সতেজ মনে হচ্ছে। দেখে খুব ভালো লাগছে। বেশ কিছু বই কিনেছি। আরও কিনব।

অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে নতুন বই এসেছে সর্বমোট ২২১টি। শনিবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বইমেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে- গল্প ৩৯টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ১১টি, কবিতা ৮৩টি, গবেষণা গ্রন্থ ৬টি, ছড়ার বই ১০টি, শিশুসাহিত্য ৬টি, জীবনী গ্রন্থ ৩টি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ২টি, বিজ্ঞান বিষয়ক বই ২টি, ভ্রমণ ৫টি, রাজনীতি বিষয়ক বই ১টি, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ২টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি ও অন্যান্য ২২টি।

বিডিবিএস