ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত, আটক ৬


টাইমস অনলাইনঃ | Published: 2018-12-24 03:05:19 BdST | Updated: 2024-07-03 04:38:37 BdST

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে।

ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ এবং বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের মেড্ডা এলাকায় বিএনপির একটি সভা চলছিল। এর একটু দূরে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে মেড্ডা এলাকায় গণসংযোগ করছিলাম এসময় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর এলোপাতারি ইটপাটকেল এবং ককটেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকেভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।

বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘এটা আওয়ামী লীগের পাতানো নাটক। তারাই এ ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে ‘

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন ভূইয়া জানান, এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।