রকিবুল ইসলাম বকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতোকত্তর

খুলনা-৩: মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা বকুল


টাইমস অনলাইনঃ | Published: 2018-12-25 23:22:54 BdST | Updated: 2024-07-03 04:39:56 BdST

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন। প্রচারণার শুরু থেকেই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বকুল।

জনসংযোগে ভোটার ও সর্বসাধারণের ঢল নামাতে সক্ষম হয়েছেন তিনি। প্রচারণায় নেমেছেন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরাও। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় এ নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দায়িত্বশীল নেতৃত্বে বিজয় দেখছেন স্থানীয়রা। ইতোমধ্যে তাকে ঘিরে ভোটারসহ সর্বস্তরে নতুন আশার সৃষ্টি হয়েছে।

রকিবুল ইসলাম বকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। ভোটের রাজনীতিতে খুলনা ধানের শীষের শক্ত ঘাটি হলেও বিএনপি নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের নির্বাচন বর্জন করায় জয় পেতে বেগ পেতে হয়নি মন্নুজানের। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, নৌকার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ধানের শীষের প্রার্থী। প্রতীক বরাদ্দের দিনই নির্বাচনী এলাকায় বড় শোডাউন দিয়েছেন তিনি।

শিক্ষাগত যোগ্যতায় আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে এগিয়ে বিএনপির এমপি প্রার্থী। মন্নুজান সুফিয়ানের বাংলায় বিএ (সম্মান) এর বিপরীতে রকিবুল ইসলাম বকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতোকত্তর। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত অগ্নিঝরা দিনগুলোতে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা রাজধানীতে নেতৃত্ব দেন। ১৯৯০-এর উত্তাল রাজনীতির ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস নির্বাচিত হন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপর আস্থা রাখছেন খুলনা-৩ এর ভোটাররা।

কথা হয় সেখানকার প্রবীণ ভোটার রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, রকিবুল ইসলাম বকুলকে আমরা ছোট থেকেই জানি। পরিচ্ছন্ন ইমেজের সঙ্গে তার নেতৃত্বগুণও অসাধারণ। এরশাদ বিরোধী গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই আন্দোলন যে তরুণ নেতাদের জন্ম দিয়েছিলো তারাই আজ জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে। আবারও দেশ ও গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়েছে। খুলনা-৩ এ বকুলের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তাতে আমরা অভিভূত।

ভৈরব পাড়ের অবহেলিত জনপদ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা নিয়ে খুলনা-৩ সংসদীয় আসন। এক সময় সোনালী আঁশ পাটের কারণে পৃথিবীব্যাপী খ্যাতি ছিল বাংলাদেশের। আর সেই পাট শিল্পের আতুর ঘর বলা হতো খালিশপুর-দৌলতপুরকে। এ শিল্পের যৌবন-জৌলুস নেই আগের মতো। সম্ভাবনাময় পাট শিল্প আজ ধুকছে। খুলনায় এখনও যে পাটকলগুলো আছে প্রায়ই সেখানে বেতন-ভাতার জন্য শ্রমিক অসন্তোষ দেখা যায়।

পাট শিল্পের অতীত গৌরব ফিরিয়ে এনে শ্রমিক ও কর্মসংস্থানবান্ধব আধুনিক খুলনা-৩ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রকিবুল ইসলাম বকুল। শিল্পাঞ্চলের হারানো ঐতিহ্য ফেরাতে খুলনা নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিলসহ বন্ধ শিল্প করাখানা চালু করা তার অন্যতম লক্ষ্য। নির্বাচনী এলাকা মাদকমুক্ত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যখাতে রাখতে চান উন্নয়নের ছোয়া।

পর্যায়ক্রমে এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বিনোদন কেন্দ্র ও ওয়াই ফাই জোন, বিএল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্বব্যিালয় করা, স্কুল-কলেজ কমিটিতে দলীয়করণ বন্ধ, শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ, দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা, কাঁচা বাজারগুলো আধুনিকায়ন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং সুপেয় পানি সরবরাহ ও জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি তার।

এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার ও আধুনিকায়ন, ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ, ফুটবল ও ক্রিকেটের উন্নয়নে সুযোগ-সুবিধা প্রদান, সংস্কৃতি বিকাশে সরকারীভাবে প্রশিক্ষণের ব্যবস্থা, আধুনিক অডিটরিয়াম এবং ব্যায়ামাগার তৈরি করতে চান তিনি।

এছাড়া ব্যক্তি উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়ানো, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং অবাঙালীদের দু:খ-দুর্দশা লাঘবে সব ধরণের পদক্ষেপ নেবেন ধানের শীষের এই প্রার্থী। সর্বোপরি খুলনা-৩ আসনকে সারা দেশের মধ্যে মডেল হিসেবে আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উন্নয়ন প্রতিশ্রুতি ও নির্বাচন নিয়ে রকিবুল ইসলাম বকুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এলাকার বাস্তব সমস্যা ও সম্ভাবনার নিরিখেই এই কাজগুলো করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সংসদ সদস্য নির্বাচিত হলে তার সবই বাস্তবায়ন করা হবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, সরকারি দলের সন্ত্রাসীরা কোথাও কোথাও হামলা করছে, প্রশাসনের ভূমিকাও নিরপেক্ষ নয়। তবে পরিবর্তনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে নৌকার পরাজয় ঠেকানো সম্ভব নয়। বিপুল ব্যবধানে ধানের শীষের জয় হবে বলে প্রত্যাশা তার।

এসব বিষয়ে কথা হয় স্থানীয় স্কুল শিক্ষিকা মনোয়ারা বেগমের সঙ্গে। তিনি বলেন, ধানের শীষের প্রার্থীকে আমরা ভদ্র ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবেই চিনি। তার উপর আস্থা আছে সাধারণ মানুষের।