জাবি ভিসির অপসারণের দাবিতে ঢাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন


ঢাবি টাইমস | Published: 2019-09-18 03:52:21 BdST | Updated: 2024-05-21 21:22:28 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাবি ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।সেসময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে চারটার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের সমন্বয়কারী আমিনুল ইসলাম বুলবুল বলেন,”জাবি ভিসি নিজেই একজন দুর্নীতিবাজ।সে পরিকল্পিতভাবে ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে বলীর পাঠা বানিয়েছেন।তাই,আমরা শোভন-রাব্বানীকে আবারো স্বপদে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।” 

এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন,”ছাত্রলীগকে মিয়ে নানা ষড়যন্ত্র চলছে।এরই অংশ হিসেবে একটি চক্র ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর সাথে অন্যায় করেছে।ভিসি আসল নাটের গুরু।তাকে অপসারণ করা হোক।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে দুর্নীতির অভিযোগ আরও পাকাপোক্ত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঈদের আগে উপাচার্য ফারজানা ইসলামের কাছ থেকে ছাত্রলীগ ১ কোটি টাকা সালামি পেয়েছে বলে সংগঠনটির একাধিক নেতা স্বীকার করেছেন।

ওই ১ কোটি টাকা থেকে ২৫ লাখ টাকার ভাগ পেয়েছেন বলে স্বীকার করেছেন জাবি ছাত্রলীগের সহসভাপতি নিয়ামুল হাসান তাজ। তিনি বলেন, ঈদের আগে এক কোটি টাকার চাঁদা থেকে আমি ও সাদ্দাম (জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক) ২৫ লাখ টাকার ভাগ পেয়েছি।

তিনি বলেন, এ টাকা আমরা কীভাবে পেয়েছি, সেটা জানি; কিন্তু বাকি টাকার কারা কত পেয়েছে, তা জানি না। এখন যেহেতু প্রশাসনের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই এটা তদন্ত হওয়া উচিত। প্রশাসন কত টাকার দুর্নীতি করেছে, তা প্রমাণ হওয়া উচিত

সোমবার সন্ধ্যায়  সঙ্গে মুঠোফোনে ছাত্রলীগ নেতা তাজ আরও জানান, ঈদ সালামি হিসেবে ২৫ লাখ টাকা পেয়েছেন। প্রতি ঈদেই তারা সালামি পান, এবারও পেয়েছেন। তবে এবার বেশি পেয়েছেন।