মহেশখালীর মেয়রপ্রার্থী মকসুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন


ঢাকা | Published: 2021-03-16 23:06:16 BdST | Updated: 2024-05-22 01:23:40 BdST

কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত স্বাধীনতা বিরোধী পরিবারের বংশধর মকসুদ মিয়ার মনোনয়ন বাতিল এবং আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠন থেকে স্বাধীনতা বিরোধীদের বহিষ্কারের দাবিতে আজ ১৬ মার্চ মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, বুটেক্সের সাধারণ সম্পাদক রেদোয়ানুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী পৌরসভায় মেয়র পদে রাজাকার পুত্রকে মনোনয়ন দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। দলের ত্যাগী, বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিকট দাবি অবিলম্বে স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর মকসুদ মিয়ার মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। অন্যথায় বাংলাদেশ আওয়ামী লীগকে ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ অনুপ্রবেশকারীরা বিষধর সাপ। যেকোনো সময় ছোবল দিতে পারে।"

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তির স্থান হতে পারে হবে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে হাইব্রিডমুক্ত করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ হাইব্রিড অনুপ্রবেশকারীদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করবে। শুধু কক্সবাজারের মহেশখালী পৌরসভা নয়, দেশের সর্বত্র একই অবস্থা। স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ও অনুপ্রবেশকারীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হয়। এমন অবস্থা হয়েছে টাকা যার, মনোনয়ন ও দলীয় পদ তার। প্রার্থীর দলীয় আদর্শ ও জনপ্রিয়তাকে গৌণ হিসেবে দেখা হয়। হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এখন কোণঠাসা হয়ে পড়েছে। কক্সবাজারের মহেশখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য মকসুদ মিয়ার মনোনয়ন বাতিল করতে হবে। তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আরোও কঠোর কর্মসূচী ঘোষণা করবে।"