বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো মুক্তিযুদ্ধ মঞ্চ


ঢাকা | Published: 2021-03-18 01:03:25 BdST | Updated: 2024-05-21 19:20:40 BdST

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ সকাল ৯টায় ধানমন্ডি বত্রিশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতৃবৃন্দ। এরপর দুপুর ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের কেক কাটার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, সহ-সভাপতি শাহীন মাতবর, আলিফ হোসেন, নাজির হোসেন, সহ-সম্পাদক ইমরান হোসেন, হাতিরঝিল থানার সভাপতি সোহরাব শেখ তামিম, বংশাল থানার সভাপতি আবেদীন জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

.

অনুষ্ঠানের বক্তব্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে আমরা তাঁকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যতোদিন বাংলাদেশ থাকবে, ততোদিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। দেশের কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আগামী ২৬ মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। জামাতি-বামাতি-নুরু গং অপশক্তিরা সেই ঐতিহাসিক মুহূর্তকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এদের শক্ত হাতে দমন করা হবে। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহতী অনুষ্ঠানকে সফল করার জন্য রাজপথে সর্বদা সক্রিয় থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"