নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের আনন্দ মিছিল


ঢাকা | Published: 2021-03-24 05:06:17 BdST | Updated: 2024-05-22 06:58:11 BdST

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সকল রাষ্ট্রীয় অতিথিদের স্বাগত জানিয়ে আজ ২৩ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় উক্ত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরোও বক্তব্য রাখেন অপরাজেয় বাংলার সদস্য-সচিব এইচ রহমান মিলু, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল পরবর্তী স্বাগত সমাবেশের বক্তব্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে স্বাধীনতা বিরোধী অপশক্তি বামাতি-জামাতি গংরা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের কোন ষড়যন্ত্র সফল হবে না। সাম্প্রদায়িক পাকিস্তানি অপশক্তির সকল অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একাত্তরের পরাজিত পাকিস্তানি অপশক্তি হেফাজতে ইসলামকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সাম্প্রদায়িক সন্ত্রাসী মামুনুল-বাবুনগরী গংদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

"ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বাংলাদেশে আগত সকল রাষ্ট্রীয় অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি। কোন সাম্প্রদায়িক পাকিস্তানী অপশক্তি নরেন্দ্র মোদীর আগমন ঠেকাতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানকে আরোও অর্থবহ করে তুলবে।"