বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আরিফ হোসেন।
শনিবার এই উপকমিটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সৈয়দ মোঃ আরিফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম এবং সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল।
সৈয়দ মোঃ আরিফ হোসেন বলেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সকলকে মুজিবীয় শুভেচ্ছা। আমরা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে সর্বদা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।