জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি ফের বুধবার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-13 12:17:14 BdST | Updated: 2025-05-28 22:20:12 BdST

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (১৪ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

আদালত কক্ষে জামায়াত নেতাদের পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগেগত ৭ মে এ আপিল আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ।

শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হলে গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে জামায়াতের আপিল আবেদন পুনরায় শুনানির অনুমতি দেন।

বিজ্ঞাপন

জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ।