রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল


Desk report | Published: 2022-04-29 06:55:15 BdST | Updated: 2024-03-28 22:03:55 BdST

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। ওই দিন থেকে এক যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।

//