ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রা শুরু। এতে তামান্না ফেরদৌসকে সভাপতি ( ইংরেজী বিভাগ) এবং রাহাত রহমানকে সাধারণ সম্পাদক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্টের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান৷ এছাড়া উপদেষ্টা প্যানেলে রয়েছে আরও পাঁচজন প্রভাষক।
এ বিষয়ে ক্লাব সভাপতি তামান্না ফেরদৌস বলেন, আমাদের ক্লাব হতে যাচ্ছে এমন একটি জায়গা যেখানে ভাষাগত জ্ঞান, দক্ষতা ও যোগাযোগ ক্ষমতার অন্বেষণ হবে দেশ থেকে দেশান্তরে। আমরা শিক্ষার সর্বস্তরের সাথে কাজ করবো এবং নিশ্চিত করবো প্রত্যেকটি শিক্ষার্থী যেন পড়াশোনার পাশাপাশি আমাদের ক্লাবের সকল কার্যক্রম এর থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে পুরো বিশ্বের কাছে।
আমাদের কাজকে আমরা ১২টি সেক্টরে বিভক্ত করেছি- গ্রামার,রাইটিং,রিডিং,স্পিকিং/পাবলিক স্পিকিং,এক্সট্রা অর্ডিনারী কমপিটিশনস,টেলিপ্রম্পটার প্র্যাকটিস,কালচার, স্পোর্টস, স্যারিনিটি অব মাইন্ড আ্যাকটিভিস,রিসার্চ আ্যাকটিভিস,সোশ্যাল ওয়ার্ক এন্ড সেকেন্ড ল্যাংগুয়েজ লার্নিং। ভাষাই শক্তি, তাই আমরা ভাষা শিখব,ছড়িয়ে দিব এবং উন্নতি সাধন করবো।
এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা মো: আনিসুর রহমান বলেন- আমাদের প্রধান উদ্দেশ্য—শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজি ভাষা নিজে শেখা এবং অন্যকে শেখানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। এ ক্লাবের সদস্যরা দেশের মধ্যে সঠিক ইংরেজি চর্চার বিকাশে কাজ করছেন। ক্লাবের কার্যক্রমের পরিধিও ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশ্বাস করি। ফলে ক্লাবের সদস্যরা সার্বিক ইংরেজির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বচর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।