ইবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী বহিষ্কার


ইবি টাইমস | Published: 2017-08-07 16:21:26 BdST | Updated: 2024-05-17 16:05:53 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় দুইজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শাহ আলম ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে গেলে সেখানে আগে থেকেই অবস্থান করা দুইজন ছাত্রলীগ কর্মী ওই সাংবাদিককে বেধড়ক মারধর করে।

এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী এক জরুরি সভায় ঘটনার সঙ্গে জড়িত আইসিই বিভাগের ২০১৪-১৫ (মাস্টার্স) শিক্ষাবর্ষের মহসিন কবির মিঠু এবং মাজিদুল হক রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।

একই সঙ্গে ঘটনা তদন্তের জন্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি জাহাঙ্গির হোসেন এবং একই বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। এর আগে এ ঘটনায় মহাসিন কবির মিঠুকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পাবে না। এ ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ছাত্রলীগের কোনো নেতা কর্মী কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে এভাবেই তাৎক্ষণিক দলীয় ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও তিনি সাংবাদিক বা ছাত্রলীগ হিসেবে নয়, সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেয়া হবে না। সকল শিক্ষার্থী আমার কাছে সমান। কোনো সাধারণ শিক্ষার্থীও যদি কোনো ধরনের সহিংসতার শিকার হয় এভাবেই আমরা তার পাশে দাঁড়াব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

টিআর/ ০৭ আগস্ট ২০১৭