ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগে ডিবেটিং ক্লাব গঠন


ওয়ালি খান রাজু | Published: 2017-08-07 20:31:03 BdST | Updated: 2024-09-29 03:50:10 BdST

'দ্রোহের তীব্রতায় অনুরণিত হোক প্রগতি' এই স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব গঠন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বিভাগের চেয়ারম্যান প্রতিষ্ঠাকালীন এই কমিটি অনুমোদন দেন। একই সঙ্গে ক্লাবের লোগো উন্মোচন করেন। এতে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক শেখ ইউসুফ।

মাস্টার্স প্রথম সেমিস্টরের শিক্ষার্থী মুহা: মাহমুদুল হাসানকে কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সম্মান ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মোল্লা ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রধান পৃষ্টপোষক হিসেবে রয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাঃ শফিকুর রহমান, প্রধান উপদেষ্ঠা শেখ ইউসুফ ও মডারেটর ইমাউল হক সরকার টিটু।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাদেকুল ইসলাম, নাজমুল রেজা আরেফিন জাহান লিমা, শেখ মিতা প্রমুখকে মনোয়ন দেয়া হয়েছে। 

মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আব্দুল করিমকে ইংরেজি বিতর্কের আহ্বায়ক করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, আসমা আহমেদ শিমু, রায়হান ফেরদৌস, জিয়াসমিন শান্তা, আব্দুল কাইউম, জামাল উদ্দীন, এম এ লতিফ এবং রবিউল ইসলাম রবিউলকে উপদেষ্টা করা হয়েছে। 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাঃ শফিকুর রহমান বলেন, বিতর্কের লক্ষ্য ঠিক রেখে পড়াশুনা করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।

এমএসএল