সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইবি শিক্ষার্থী মনির


Shakib Aslam | Published: 2024-09-25 18:36:29 BdST | Updated: 2024-09-25 21:23:28 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন বিশ্ববিদ্যালয় থেকে সিএনজি যোগে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া - কুমারখালি মহাসড়কে ট্রাক ও সিএনজির দুর্ঘটনায় গুরুতর জখম হন মনির। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে সে মারা যায়।

জানা যায়, দুপুর ১২ টায় ক্লাস শেষ হলে ক্যাম্পাসের দুপুর ২ টার বাসের অপেক্ষায় না থেকে চলাচলকারী লোকাল বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মনির। পরবর্তীতে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠলে তাকে বহনকারী সিএনজি দুর্ঘটনায় পতিত হয়। পরবর্তীতে স্থানীয়রা থাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

বিশ্ববিদ্যালয় সবচেয়ে জুনিয়র ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধুরা বলেন, মনির আমাদের খুব ভালো বন্ধু ছিলো। তার আচার ব্যবহারও অত্যন্ত ভদ্র ছিলো। আজ সকালেও যার সাথে ক্লাস করলাম, সেই বন্ধুটি আর নেই, এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পরে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর পাই। আমি এখন সদর হাসপাতালেই আছি৷ মনিরের বাবা-মা এসেছেন। আমার ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত৷