ঢাবির উপাচার্য নির্বাচন নিয়ে ফেসবুকে জরিপ


ঢাবি টাইমস | Published: 2017-08-08 13:22:23 BdST | Updated: 2024-05-11 21:59:59 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরিপ চালানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের এ জরিপ চালানো শুরু হয়।

এতে দেখা যায়, সোমবার (৭ আগস্ট) ৭২ শতাংশ শিক্ষার্থীই চায় না পুনরায় উপাচার্য হিসেবে মনোনীত হোক বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী চায় উপাচার্য হিসেবে আরেফিন সিদ্দিকই যোগ্য ব্যক্তিত্ব।

কাজল আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীর খোলা পোলটিতে এ পর্যন্ত নিজেদেরে মতামত দিয়েছে এক হাজার ৯শ' ৪৬ জন শিক্ষার্থী। যাদের মধ্যে মাত্র ৫শ৪৬ জন শিক্ষার্থী উপাচার্য আরেফিন সিদ্দিকের পক্ষে মত দিয়েছেন। বাকি এক হাজার ৪শ' শিক্ষার্থীই তার বিপক্ষে মত দিয়েছেন।

তাদের মতে নতুন কেউ আসলে বিশ্ববিদ্যালয়টি ভালো চলবে।

এমজে/ ০৮ আগস্ট ২০১৭