জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ইনস্টিটিউট চালু


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-09 17:45:19 BdST | Updated: 2024-05-12 04:49:44 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধুর নামে নতুন একটি ইনস্টিটিউট চালু করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এই ইনস্টিটিউটের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন এই ইনস্টিটিউটের নাম হবে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতকে (সম্মান) এ ইনস্টিটিউটটি ২৫ জন (প্রস্তাবিত) শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। এর মধ্যে ছাত্রদের জন্য নির্ধারিত রয়েছে ১৩টি আসন এবং ছাত্রীদের জন্য রয়েছে ১২টি আসন।

ইনস্টিটিউটটির প্রকল্প পরিচালক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সিনেটের ৩৬তম বার্ষিক অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নতুন এ ইনস্টিটিউট চালুর বিষয়টি উপস্থাপন করলে তা সম্মতিক্রমে পাস হয়।

পিআই/ ০৯ আগস্ট ২০১৭