জবি প্রেসক্লাবের দুই দিনের কর্মসূচি ঘোষণা


জবি টাইমস | Published: 2017-08-10 16:15:31 BdST | Updated: 2024-05-11 19:54:30 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত (জবি) প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জবি প্রেসক্লাব শোকাবহ অাগস্টে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে রয়েছে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৭ অাগস্ট ‘গণমাধ্যম ও ১৫ অাগস্ট’ শীর্ষক অালোচনা সভা।

বৃহস্পতিবার সকালে সংগঠনের দফতর সম্পাদক জাহিদুল ইসলাম প্রেরিত পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে স্মরণে ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

অপর এক নোটিশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ১৭ আগস্ট ‘গণমাধ্যম ও ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে।

নোটিশে অারো বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এসজে/ ১০ আগস্ট ২০১৭