বেরোবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ৩ অক্টোবর


টাইমস ডেস্ক | Published: 2019-09-28 00:09:35 BdST | Updated: 2024-04-24 18:50:34 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ অক্টোবর।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) প্রকাশ করা হবে।

এসএস/ ২৭ সেপ্টেম্বর ২০১৯