ইবির ৩৪ শিবির কর্মীর বিরুদ্ধে মামলা


ইবি টাইমস | Published: 2017-08-15 17:29:31 BdST | Updated: 2024-05-17 18:18:09 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৪ শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ আগস্ট) রাত পৌনে ১০টায় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ইবি থানায় এ মামলা করেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।

এরআগে সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। এছাড়াও ৩০-৪০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাদ্দাম হোসেন হলে নাশকতা তৈরির জিনিষপত্রগুলো পাওয়া গেছে তারই ভিত্তিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জেএস/ ১৫ আগস্ট ২০১৭