কুয়েটে ৬৫ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন


কুয়েট টাইমস | Published: 2017-08-19 00:51:00 BdST | Updated: 2024-05-17 15:33:10 BdST

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৮০ লাখ টাকার মূল রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৭তম সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। একই সঙ্গে সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৬২ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরের মূল বাজেট ৬৫ কোটি ৮০ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের সম্ভাব্য পরিমাণ ৬১ কোটি ৩০ লাখ টাকা, নিজস্ব উৎস থেকে আয় ৪ কোটি ৫০ লাখ টাকা। বরাদ্দের মধ্যে বেতন-ভাতা খাতে ৪০ কোটি ৬৩ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৭ কোটি ৫০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৭০ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ২ কোটি ৬০ লাখ টাকা দেখানো হয়েছে।

সিন্ডিকেট সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য মোট ৬২ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। সংশোধিত বরাদ্দের মধ্যে রয়েছে বেতন-ভাতা খাতে ৩৯ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা, পেনশন খাতে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৭ কোটি ৬০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৬ কোটি ১৩ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৪৪ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ৩ কোটি টাকা।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন।

টিআই/ ১৮ আগস্ট ২০১৭