চবিতে হচ্ছে দেশের প্রথম একক নদী গবেষণা কেন্দ্র


চবি টাইমস | Published: 2017-08-20 03:07:42 BdST | Updated: 2025-05-16 12:53:49 BdST

দেশে বিদ্যমান নদীগুলো নিয়ে যৌথ গবেষণা কেন্দ্র থাকলেও নেই একক কোনো গবেষণা কেন্দ্র। তবে এবার সেই অভাব পূরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে 'হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি' নামে একটি গবেষণা কেন্দ্র। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো একক নদী ভিত্তিক গবেষণা কেন্দ্র।

বিজ্ঞাপন

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদ নদী নিয়ে এ গবেষণা কেন্দ্রটি ২০ আগস্ট মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনটি পর্যায়ে পিকেএসফ ও আইডিয়ে এর আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৩০১ কক্ষে এটি প্রতিষ্ঠা করা হচ্ছে। খবর জাগো নিউজ।

প্রাথমিকভাবে এটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৫ লক্ষ টাকা। যার পুরো অংশই গবেষণা যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হবে বলে জানা গেছে

জানা গেছে, গবেষণা কেন্দ্রে গবেষণাগার ছাড়াও একটি মিউজিয়ামও থাকবে, যাতে হালদা নদীর নানা প্রাণিবৈচিত্র্য স্থান পাবে। পাশাপাশি গবেষকদের সুবিধার কথা চিন্তা করে একটি সম্মেলন কক্ষও থাকছে। এ গবেষণা কেন্দ্রে চটগ্রাম বিশ্ববদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও দেশ-বিদেশের গবেষকবৃন্দও তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এদিকে চালু হতে যাওয়া একক এ গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ও হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, দেশে নদীগুলো নিয়ে যৌথ গবেষণা কেন্দ্র থাকলেও, একক হিসেবে এটিই প্রথম। হালদা নদী নিয়ে গবেষণা করতে আগে যে সমস্যা পোহাতে হতো, এটি প্রতিষ্ঠার মাধ্যমে তার অবসান হবে। এছাড়া দেশে নদী গবেষণার ক্ষেত্রে এটি একটি মডেল হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেএস/ ১৯ আগস্ট ২০১৭