শিক্ষার্থীদের সাময়িক অর্থিক ঋণ দিচ্ছে ঢাবি ডিবেটিং সোসাইটি


ঢাবি টাইমস | Published: 2020-04-06 18:25:16 BdST | Updated: 2024-05-22 01:02:18 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিউশন করিয়ে কিংবা আশেপাশে ছোট কাজ করে নিজে চলে এমনকি অনেকে পরিবারও চালায়। মাসের এ-সময় বেশীরভাগ শিক্ষার্থী টিউশন এর টাকা পেয়ে নিজে পুরো মাস চলতো অনেকে পরিবারের খরচও দিতো কিন্তু বর্তমানে করোনা ভাইরাস প্রকোপে তাদের এই ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেকেই নিজে এবং পরিবার নিয়ে সংকটে পড়েছেন।

এমতাবস্থায় "ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)" সিদ্ধান্ত নিয়েছে এমন শিক্ষার্থীদের তারা সাময়িক কিছু আর্থিক সহায়তা দিবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ঐ শিক্ষার্থী আবার সেই টাকা ফেরত দিবে। শিক্ষার্থী চাইলে এ প্রক্রিয়াটি সম্পুর্ন গোপন রাখা হবে।

এটি কোনো দান নয়, ফেরতযোগ্য একটি সাময়িক সহায়তা। তাই আশাকরি যিনি এমন সংকটে ভুগছেন, তিনি আমাদের সাথে যোগাযোগ করতে বিন্দুমাত্র সংকোচবোধ করবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) দেশের এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের পাশে দাড়ানোকে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে।