ইবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র সম্পাদক আসিফ


ইবি টাইমস | Published: 2017-08-22 15:38:23 BdST | Updated: 2024-05-17 13:40:20 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ইকবাল হোসাইন রুদ্র সভাপতি এবং আসিফ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রেসকর্নারে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানন আজিজ।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক মামুনুর রহমান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক, কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল প্রমুখ।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারি প্রেসক্লাবে এসে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হোসাইন এবং দৈনিক জনকণ্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ খাঁন নির্বাচিত হন।

এছাড়া ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক। কমিটিতে জুয়েল হোসেন তনু সহ-সভাপতি, ফেরদাউসুর রহমান সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক, শাহাদাত তিমির দফতর সম্পাদক, সরকার মাসুম অর্থ সম্পাদক, আবদুর রহমান রাশেদ প্রচার সম্পাদক, তারিকুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, রুমি নোমান ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সাইফুল ইসলাম রাজ ও আবু হুরায়রা।

এসআর/ ২২ আগস্ট ২০১৭