শিবির সন্দেহে চারজনকে মারধর করে পুলিশে দিল ছাত্রলীগ


ইবি টাইমস | Published: 2017-08-23 17:00:49 BdST | Updated: 2024-05-17 16:24:10 BdST

শিবির সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীসহ তিন বহিরাগতকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল চারটায় বিশ্বিবিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদওয়ান (১৯)।

অন্যরা হলেন ঝিনাইদহ জেলার বিষয়খালি উপজেলার আবু ইছহাক (১৮), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আবু সাইদ (১৯) ও শামছুদ্দিন (১৮)।

প্রত্যক্ষ ও দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে তারা ক্যাম্পাসে সন্দেজনকভাবে ঘোরাফেরা করায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদেরকে সন্দেহ করে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করে।

এ সময় তাদের সাথে থাকা একটি শপিং ব্যাগ থেকে আটটি জিহাদী বই ও চারটি মোবাইল সিম কার্ড উদ্ধার করে তারা। জিহাদি বই পাওয়ায় তাদেরকে টিএসসিসি’র ১১৬ নং কক্ষে আটকে ব্যাপক জিজ্ঞাবাদ শুরু করে।

এ সময় তাদেরকে বেধড়ক মারধরও করে ছাত্রলীগ কর্মীরা। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়। পরে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তাদেরকে পুলিশে সোপর্দ করেন।

জানা যায়, বহিরাগত তিনজনই জীবননগর একটি মাদরাসা থেকে আলিম (এইচএসসি) পরীক্ষা শেষ করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেদওয়ানের সাথে ক্যাম্পাস দেখা করতে আসে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, চারজনকে আমরা আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএন/ ২৩ আগস্ট ২০১৭