
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) পবিত্র ঈদুল আজহার ছুটি আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে প্রশাসনিক কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৮ ও ৯ সেপ্টেম্বর সপ্তাহিক ছুটি থাকায় ১০ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু হবে।
এদিকে আগামী মঙ্গলবার থেকে ছুটি শুরু হলেও মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেছেন।
এমএন/ ২৬ আগস্ট ২০১৭