বেরোবির ভর্তি পরীক্ষায় ছিটমহল ও তৃতীয় লিঙ্গ কোটা বাদ


বেরোবি টাইমস | Published: 2017-08-28 16:45:07 BdST | Updated: 2024-05-21 22:04:04 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষা থেকে বাদ যাচ্ছে বিলুপ্ত ছিটমহল ও তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা।

রোববার (২৭ আগস্ট) বিকেলে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে চালু থাকা বিলুপ্ত ছিটমহল ও তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা থাকছে না বলে সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বেরোবিতে প্রথমবারের মত তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা চালু করেন সাবেক উপাচার্য। তবে এই বিশেষ কোটা চালুর পর থেকেই নির্ধারিত আসনে কাউকে না পাওয়ায় বরাদ্ধকৃত আসন শুরু শূন্যই রয়ে গেছে।

এদিকে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত ছিটমহল অধিবাসীদের জন্য চালু করা হয় বিলুপ্ত ছিটমহল কোটা। বিশেষ এই কোটায় গত শিক্ষাবর্ষে দশমিক ৫ শতাংশ হারে শিক্ষার্থীও ভর্তি করা হয়। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় বিশেষ কোটা বাতিল করা হয়েছে।

এমএন/ ২৭ আগস্ট ২০১৭