ভর্তিচ্ছুদের ছবি সংশোধনের নির্দেশ দিল ঢাবি কর্তৃপক্ষ


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-30 17:38:26 BdST | Updated: 2024-09-29 05:19:17 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলেও এখনো যারা ছবির নির্দেশিকা মানেননি তাদের তা সংশোধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় তাদের আবেদন বাতিল হয়েছে মর্মে প্রবেশপত্র ইস্যু করা হবে না।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভর্তি আবেদন প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, যারা এখনো ছবি ঠিক করেনি তাদেরকে আমরা ফোন করে জানিয়েছি, এরপরও যদি কেউ ছবি সংশোধন না করে তার আবেদন বাতিল হবে এবং প্রবেশপত্র ইস্যু করা হবে না।

উপাচার্য জানান, আমরা ভর্তিচ্ছুদের ভোগান্তির কথা চিন্তা করে অনলাইনে ছবি সংশোধনের সুযোগ দিয়েছিলাম। এরপরও অনেকে তাদের ছবি সংশোধন করেনি। তাই আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ায় এখন কেউ ঠিক করতে হলে সরাসরি ভর্তি অফিসে হাজির হয়ে করতে হবে এবং ফি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুযায়ী সকল আবেদনকারীকে ভর্তি আবেদনের সঙ্গে সংযুক্ত ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাঞ্ছনীয় ছিল। এক্ষেত্রে চোখ-কানসহ পূর্ণ মুখমণ্ডল দৃশ্যমান হতে হবে। আবেদনকারীর ছবি দৈর্ঘ্য (লম্বায়) ৫৭৫-৬২৫ পিক্সেল এবং প্রস্থ (চওড়া) ৪২৫-৪৭৫ পিক্সেলের মধ্যে হতে হবে। ছবির ফাইল অবশ্যই জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ছবিটির ফাইলের সাইজ ১০০ কেবির মধ্যে হতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের অনেকেই ছবিতে নীল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন, যদিও ‘ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাঞ্ছনীয়’ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়। এছাড়াও কেউ কেউ ‘সেলফি স্টাইলে’ ছবি দিয়েছেন বলে সূত্র জানায়। যা আবেদন প্রক্রিয়ায় অযোগ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। কিন্তু অনেক আবেদনকারীই এ নির্দেশিকা মানেননি।

এমআর/ ৩০ আগস্ট ২০১৭