জ্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের অকাল মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-11-20 17:16:02 BdST | Updated: 2024-09-29 06:22:49 BdST

জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান তিতো মৃত্যু গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে মাদারীপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। থাকতেন ২১৫ নং রুমে। তার বন্ধু জাহিদ জানান, গত মঙ্গলবার দুপুরে আমরা একসঙ্গে খেয়েছি, আড্ডা দিয়েছি। পরে তার জ্বর এলো, রাতে একটু বেশি হলে মামাতো ভাইয়েরা মাদারীপুর বাসায় নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে মারা যান। আজকে জুমার পর মাদারীপুর চৌরাস্তার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরেক বন্ধু সানোয়ারুল হক সনি জানান, সে খুবই ভালো বন্ধু ছিল আমাদের। তার অকালে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠী হলের বন্ধু এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে।