ঢাবির নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ১২ দাবি


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-12 05:20:23 BdST | Updated: 2024-09-29 05:27:27 BdST

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দিয়েছে সরকার। গত ৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দিয়েছেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসটাইমসের মাধ্যমে নতুন ভিসি প্রোফেসর আখতারুজ্জামানের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে এসব দাবি জানা গেছে।

১। দলীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষক নিয়োগের রীতি বন্ধ করতে হবে।

২। হলগুলোতে আবাসন সঙ্কট দূর করতে হবে।

৩। ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল বন্ধ করতে হবে।

৪। সান্ধ্য কোর্সের মান নিয়ন্ত্রণ করতে হবে।

৫। লাইব্রেরিতে আসন ও বই বাড়াতে হবে। (ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ দাবি জানিয়ে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন)

৬। হলগুলোতে চলমান গেস্টরুমরীতি বন্ধ করতে হবে।

৭। ক্লাসরুমের সঙ্কট দূর করতে হবে।

৮। হলগুলোর খাবার মান বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে।

৯। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

১০। শিক্ষার্থীদের সুযোগসুবিধা কিভাবে বাড়ানো যায়, তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

১১। অধিভুক্ত কলেজগুলোর সমাবর্তন আলাদা করতে হবে আবার অনেকে দাবি করেছেন অধিভুক্ত ৭ কলেজকে অধিভুক্তি থেকে বাদ দিতে হবে। 

১২। এসব প্রতিষ্ঠানের স্পষ্ট নীতিমালা প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, তিনি যদি এসব দাবি পূরণ ও সমস্যা সমাধান করতে পারেন, তাহলে ঢাবির ইতিহাসে তিনিই হবেন সেরা ভিসি। 

এদিকে নতুন এই ভিসির নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাবির অধিকাংশ শিক্ষার্থী। 

 এমএসএল/ ১২ সেপ্টেম্বর ২০১৭