বাকৃবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর


শাহরিয়ার আমিন | Published: 2017-09-13 00:53:59 BdST | Updated: 2024-09-29 05:18:07 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক (লেভেল-১, সেমিষ্টার-১) শ্রেণীতে আবেদন শুরু হবে ১৫ই সেপ্টেম্বর। আবেদনের শেষ সময় ১৪ই অক্টোবর পর্যন্ত।

অনলাইন এবং এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ ও ১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯.০ পেতে হবে। একহাজার দুইশত আসনের বিপরীতে আবেদনকারীদের মধ্যে থেকে মেধা ভিত্তিতে সর্বোচ্চ ১০ গূণ অর্থাৎ ১২০০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

আবেদনের জন্য ডাচবাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট অথবা এজেন্ট পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের Billar ID 336 নং এ আবেদন ফি বাবদ ৭০০ টাকা জমা দিতে হবে। এছাড়া আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

আরএম/ ১২ সেপ্টেম্বর ২০১৭